ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল

অল্পের জন্য রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী

অল্পের জন্য রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী

রাজশাহী প্রতিনিধি: চরম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী। রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় চারঘাট উপজেলার সরদহ স্টেশন এলাকার বালুদিয়াড়ে দুই ভাগ হয়ে পড়ে।

এতে পেছনের ১১টি বগি রেখে শুধু ইঞ্জিন নিয়ে সামনে চলে যায়। এরপর থেকে রাজশাহীর সাথে ঢাকাসহ সারাদেশের রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে আধাঘণ্টা পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে রাজশাহীর সরদহ স্টেশন ছেড়ে যায়। এরপর ৭টা ৫৫ মিনিটে চারঘাট উপজেলার বালুদিয়াড়ে এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগির ক্যাপলিংক ভেঙে যায়।

এতে চলন্ত অবস্থায় ট্রেন দুই ভাগে ভাগ হয়ে পেছনের ১১টি বগিগুলো ছাড়াই ট্রেনটি প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এ ঘটনায় ট্রেনের অনেক যাত্রীই আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন।

আরও পড়ুন

পরে ট্রেনের চালক ও পরিচালক বিষয়টি বুঝতে পেরে ফেলে রাখা বগির কাছে ফিরে আসে। এমন সংবাদে রাজশাহীর সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আধাঘণ্টা চেষ্টা করে পুনরায় বগিগুলো নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সরদহ রেলস্টেশন মাস্টার ইকবাল করিম জানান, সকাল ৮ টা ২৫ মিনিটের সময় আধাঘণ্টা দেরিতে পুনরায় ঢাকার উদ্দেশ্যে আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল ছেড়ে যায়। তবে এমন ঘটনায় কোন বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অল্পের জন্য রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের শত শত যাত্রী

আবুল হায়াতের ‘সখিনা’ হলেন মৌসুমী মৌ

স্কয়ার ফুডে চাকরির সুযোগ

তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুরের বিরলে নালা থেকে লাশ উদ্ধার

জয়পুুরহাটের বাগজানায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষীরা