ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:১১ রাত

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষিতে নতুন সংযোজন হলো পলিনেট হাইজ

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষিতে নতুন সংযোজন হলো পলিনেট হাইজ। ছবি : দৈনিক করতোয়া

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে কৃষিতে নতুন সংযোজন হলো পলিশেড বা পলিনেট হাইজ। এটি স্বচ্ছ পলিথিন ও নেট দিয়ে তৈরি এক প্রকারের বিশেষ কাঠামো যা নিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘমেয়াদী উন্নত মানের এবং অসময়ে ফুল সবজি ও চারা উৎপাদনের আধুনিক কৃষি প্রযুক্তি। এটি অতিরিক্ত রোদ, বৃষ্টি, কুয়াশা ও পোকা-মাকড় থেকে ফসল রক্ষা করে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র আর্থিক সহযোগিতায় পলিশেড তৈরি করেছেন উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর(পূর্বপাড়া) গ্রামের চাষি জামাল উদ্দীন। গ্রামের পাশের মাঠে বিএডিসি’র সেচ বিভাগের পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি ফল ও ফুল উৎপাদন প্রকল্পের আওতায় সরকারি খরচে ৬৮ শতক জমিতে একটি পলিশেড তৈরি করে দিয়েছে।

নির্মাণ করে দেয়া হয়েছে ১ কিউসেক সৌরশক্তি পাম্প সেটের সৌর অবকাঠামো। গত ২০২৪-২৫ অর্থ বছরে এটি তৈরি করা হয়। বিএডিসি সেচ বিভাগ দিনাজপুর রিজিওন এটি বাস্তবায়ন করে। কৃষক জামাল উদ্দীন জানান, হাউজ নির্মাণের প্রথমে তিনি টমেটো চারা করেছিলেন কিন্তু তেমন ভালো হয়নি। বর্তমানে তিনি সেখানে প্রায় ৩ হাজার ক্যাপসিকাম চারা করেছেন।

আরও পড়ুন

বিএডিসি থেকে তাকে ওই চারা দেয়া হয়েছে। এই চারা বেশ ভালো হয়েছে এবং তিনি লাভের আশা করছেন। ইতিমধ্যে চারাতে ফুল ও ফল আসতে আসতে শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগ তাকে পরামর্শ দিচ্ছেন।  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, পলিনেটের চাষিকে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষিতে নতুন সংযোজন হলো পলিনেট হাইজ

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এলো নতুন বার্তা

নির্বাচনের হাওয়া : নানা সমস্যায় জর্জরিত বগুড়া-২ আসন, যা চাচ্ছেন এলাকাবাসী

নবম পে-স্কেল আদায়ে যে আলটিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা

বগুড়ার সোনাতলায় পুরোদমে ইরি-বোরো ধান লাগানো শুরু : শ্রমিক সংকট