ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৯ রাত

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আশ্রয়দাতার বাড়িতে মারা যান অজ্ঞাত এক মহিলা। কিন্তু ৬ দিন অতিবাহিত হলেও তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

কাহারোল থানা অফিসার ইনচার্জ(ওসি) রোমেল বড়ুয়া ও দশ মাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মাহবুল কবির জানান, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল এলাকায় অজ্ঞাতনামা এক মহিলা(৫৫) হেঁটে যাওয়ার সময় দিনাজপুরগামী এক মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক সাথে সাথেই পালিয়ে যায়। দুর্ঘটনার পরপরই গড়নুরপুর গ্রামের পারুল বেগম ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলতাফুর নেছা জেনারেল হাসপালতাল ও ডায়াগোনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যানযোগে দশমাইল এলাকা দুইটি আদিবাসী পাড়ায় নিয়ে যায় শনাক্তকরণের জন্য। কিন্তু কেউ শনাক্ত করতে না পারায় স্থানীয়রা রাতযাপন চিকিৎসা সেবার জন্য তাকে পারুল বেগমের বাড়ি নিয়ে যায়। আর সেখানে পরদিন রাত আনুমানিক ১১টায় তিনি মারা যান।

আরও পড়ুন

পরে খবর পেয়ে কাহারোল থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ অজ্ঞাতনাম মহিলার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে দশ মাইল হাইওয়ে থানা পুলিশ কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

এদিকে অজ্ঞাতনামা মহিলার পরিচয় নিশ্চিত করার জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। তার পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশের দাফন করা হবে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের কাহারোলে ৬ দিনেও শনাক্ত হয়নি অজ্ঞাত বৃদ্ধার লাশ

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এলো নতুন বার্তা

নির্বাচনের হাওয়া : নানা সমস্যায় জর্জরিত বগুড়া-২ আসন, যা চাচ্ছেন এলাকাবাসী

নবম পে-স্কেল আদায়ে যে আলটিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা

বগুড়ার সোনাতলায় পুরোদমে ইরি-বোরো ধান লাগানো শুরু : শ্রমিক সংকট

নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো : ইসি সানাউল্লাহ