ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৫ বিকাল

যৌথবাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

যৌথবাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে  চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া দুইটার দিকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তার দেয়া তথ্য মতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশীয় অস্ত্র।

সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির  (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিলো- তিনটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, দেশীয় দা একটি, স্টিল পাইপ চারটি, হাতুড়ি একটি, চেইন একটি, বেইচ গিয়ার একটি, স্টিলের চাকু তিনটি ও স্মার্ট ফোন দুটি।

আরও পড়ুন

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, গতরাতে যৌথবাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. লুৎফর রহমান জানান, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের খাঁটি খামারিদের সম্মাননা দিচ্ছে ‘প্রাণ দুধ’

সিস্টেম আপগ্রেডেশনের কারণে কয়েক ধাপে সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা

যৌথবাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

আবগারি শুল্ক বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ