সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পল্লীতে ঈদগাহের সামান্য খাস জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া ইল্লাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া ইল্লাপাড়ার বাসিন্দা মো. ইদ্রিস আলী ও ইউসুব আলী গ্রুপের মধ্যে গ্রামের ঈদগাহের সাথে কিছু খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের লোলুপ দৃষ্টি পরে ওই জায়গার প্রতি।
খাস জায়গা নির্ধারণের জন্য উভয়পক্ষ সরকারি দপ্তরে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জায়গায় মাপার জন্য গেলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আরও পড়ুনপরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এসময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি।
মন্তব্য করুন




_medium_1769517951.jpg)

_medium_1769516142.jpg)

