ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৩ বিকাল

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজাসহ ৩ মাদক কারবারি ও দেশীয় অস্ত্রসহ বিএনপির নেতা আটক

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজাসহ ৩ মাদক কারবারি ও দেশীয় অস্ত্রসহ বিএনপির নেতা আটক। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:  সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ২৫ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের নেতৃত্বে গতকাল সোমবার গভীররাতে উপজেলার দুর্গম চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। একইদিন দিবাগত রাতে উপজেলার পৌর এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউল হক লিমন (৪০) নামে একজন বিএনপি নেতাকে খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের সবাইকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল চালুয়াবাড়ী ইউনিয়নের চর সুজালির পাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে আটক  করা হয়। তারা হলো, উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের তেলিগাড়ী শিমুলতাইড় গ্রামের কদম আলী শেখের ছেলে আশরাফ আলী (৪০), সুজালির পাড়া গ্রামের ডাবলু মিয়ার স্ত্রী ফরিদা খাতুন (৪১) এবং শিমুলতাইড় গ্রামের তারা শেখের স্ত্রী রাজিয়া খাতুন (৫৭)।

একই দিন দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার পৌর এলাকার বালুয়াহাটা এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউল হক লিমন নামে একজন বিএনপি নেতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলার পৌর এলাকার ধাপ গ্রামের ওমর ফারুকের ছেলে এবং সারিয়াকান্দি উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি।

আরও পড়ুন

এ সময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাওনাদারদের সাথে তার বিবাদ চলমান ছিল। পাওনাদারকে ভয় দেখানোর জন্য তিনি এসব অস্ত্র বহন করেছেন। তাদের সবাইকে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, আটক আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে তাদের বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজাসহ ৩ মাদক কারবারি ও দেশীয় অস্ত্রসহ বিএনপির নেতা আটক

ভারতে রুপা পাচারের সময় গ্রেপ্তার ৪

এনএসডিতে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটে কারাগার থেকে মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে