বাগেরহাটে কারাগার থেকে মুক্তি পেলেন ২৩ ভারতীয় জেলে
বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে এসব ভারতীয় জেলে তিন মাস আট দিন পর বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছরের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবশ ও মাছ শিকারের অপরাধে তাদের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তরের পর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুনভারতীয় জেলেদের কারা মুক্তির সময় খুলনার ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, মোংলা কোষ্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট ) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
কারাগারে জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বাগেরহাট কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলাকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোষ্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আগমী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোষ্টগার্ডের হাতে এসব জেলেদের হস্থান্তর করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1769516142.jpg)

_medium_1769511450.jpg)


