ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ বিকাল

সিস্টেম আপগ্রেডেশনের কারণে কয়েক ধাপে সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আরও নিরাপদ ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আধুনিকায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এ কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাংকের সকল সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

৫ ফেব্রুয়ারি শুধুমাত্র নগদ লেনদেন ও শাখাভিত্তিক সীমিত ব্যাংকিং চালু থাকবে। তবে ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত  ব্যাংকের সকল অনলাইন/ ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে প্রযুক্তিগত উন্নয়নের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সব ধরনের নিয়মিত ও অনলাইন ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিলএলসি-এর প্রযুক্তিগত উন্নয়নের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতে ব্যাংকের সার্বিক সেবা বা কার্যক্রম আরো গতিশীল, নিরাপদ ও গ্রাহকবান্ধ হবে। এই সিস্টেম আপগ্রেডেশন বাস্তবায়নের লক্ষ্যে ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, আই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও  ইসলামিক ওয়ালেটসহ সব ধরনের অনলাইন (আরটিজিএস, এনপিএসবি, বিইএফটিএন) ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। 

আরও পড়ুন

এছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব শাখা ও উপশাখায় নগদ লেনদেনসহ সব ধরনের শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সীমিত পরিসরে নগদ লেনদেন ও শাখাভিত্তিক ব্যাংকিং সেবা চালু থাকবে। ঘোষিত কার্যক্রম শেষে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সব ধরনের নিয়মিত ও অনলাইন ব্যাংকিং সেবা পুনরায় পূর্ণাঙ্গভাবে চালু হবে।

উল্লেখ্য, ৩০ ও ৩১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) এবং ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায়, প্রকৃত অর্থে শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে মাত্র তিন দিন। 
এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং সকল গ্রাহক ও স্টেকহোল্ডারদের সহযোগিতা ও দোয়া কামনা করছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আরও উন্নত, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে সর্বদাই অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিস্টেম আপগ্রেডেশনের কারণে কয়েক ধাপে সাময়িক বন্ধ থাকবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা

যৌথবাহিনীর হাতে বিএনপির সাবেক নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

আবগারি শুল্ক বিষয়ে এনবিআর চেয়ারম্যানের সাথে আইবিসিএফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন ইস্টার্ন ইউনিভার্সিটি