ভিডিও বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

প্রকাশ : ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৪ দুপুর

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর ইউএনওকে বদলি

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর ইউএনওকে বদলি

ভ্রাম্যমাণ আদালত চলাকালে বাকবিতণ্ডায় জড়ানো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে বরখাস্তের পর এবার বদলি করা হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও। ঘটনাটি নেত্রকোণার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পিরোজপুর ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে।

এরআগে ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর তার জায়গায় প্রশাসকও নিয়োগ করা হয়।

সম্প্রতি লেঙ্গুরা ইউনিয়নে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। সে সময় চেয়ারম্যান তার সঙ্গে তর্কে জড়ান। বলেন, 'আমার ইউনিয়ন এটা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আপনি মোবাইল কোর্ট করলে আমাকে আগে বলতে হবে।

আরও পড়ুন

ইউএনও পাল্টা বলেন, 'কে বলেছে এটা? কোন আইনে আছে?’ এমন প্রশ্নের উত্তরে চেয়ারম্যান সাইদুর বলেন, 'চেয়ারম্যানের আইনে আছে।

ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরেই রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব মো. মোতাছেম বিল্যাহ স্বাক্ষরিত এক পত্রে ওই ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ দেয়া হয়। তিনি ওই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদেও আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে শরিফুল

নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান বরখাস্তের পর ইউএনওকে বদলি

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

জাভেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন : সোহেল রানা

রাশিয়াকে ঠেকানোর জন্য ন্যাটোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন : জেলেনস্কি

১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই নির্বাচন, আজ রাত থেকে ব্যালট ছাপা শুরু