বিপিএলে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে শরিফুল
স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন পেসার শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার চট্টগ্রাম রয়্যালসের হয়ে আসরের শুরু থেকেই বল হাতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। যার সুবাদে এবার মারকাটারি টুর্নামেন্টে তার সামনে হাতছানি দিচ্ছে নতুন এক রেকর্ড।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়েলসকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দলকে ফাইনালে তুলতে পুরো টুর্নামেন্টেই বল হাতে বড় ভূমিকা রেখেছেন শরিফুল ইসলাম। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫.৬ ইকোনমি ও ৯.৫৪ গড়ে ২৪ উইকেট শিকার করেছেন শরিফুল। চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। শরিফুলের সামনে সুযোগ রয়েছে তাসকিন আহমেদকে ছাড়িয়ে বিপিএল’র এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার।
গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে এক মৌসুমে রেকর্ড ২৫ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। সে সময় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৩ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন ডানহাতি এই পেসার। এবারের তাসকিনের রেকর্ডই আছে হাতছাড়া হওয়ার শঙ্কায়। এবারের টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করা শরিফুল এবারের আসরে মাত্র এক ম্যাচেই এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি। এর বাইরে প্রতিটি ম্যাচেই শরিফুলের কাছে নাস্তানাবুদ হয়েছেন ব্যাটাররা। এমনকি টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়েছেন।
আগামী ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালে একটি উইকেট পেলেই জাতীয় দলের সতীর্থ তাসকিনের সঙ্গে যৌথভাবে বিপিএল’র এক মৌসুমে সর্বোচ্চ উইকেট বনে যাবেন শরিফুল। আর দুই উইকেট পেলে রেকর্ডটা নিজের করে নেবেন তিনি।
বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট :
২৫-তাসকিন আহমেদ-দুর্বার রাজশাহী
২৪*-শরিফুল ইসলাম-চট্টগ্রাম রয়্যালস (চলতি আসর)
২৩-সাকিব আল হাসান-ঢাকা ডায়নামাইটস
২২-কেভন কুপার-বরিশাল বুলস
২২-সাকিব আল হাসান-ঢাকা ডায়নামাইটস
উল্লেখ্য, এক মৌসুমে ২২ উইকেট শিকারের রেকর্ড আছে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামেরও।
মন্তব্য করুন








