জাভেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন : সোহেল রানা
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে পরপারে চলে গেলেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ। আজ বুধবার রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইলিয়াস জাভেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। দীর্ঘদিনের বন্ধু ছিলেন তারা। প্রিয় বন্ধুর মৃত্যুর শোকবার্তায় বলেন, ‘জাভেদ আমার খুব কাছের বন্ধু ছিলেন। তিনি আমার বহু ছবির নৃত্যপরিচালক ছিলেন, এমনকি আমার একটি ছবিতে অভিনয়ও করেছিলেন। তিনি ছিলেন একজন পাকিস্তানি, কিন্তু এই দেশকে প্রাণ দিয়ে ভালবাসতেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশের মানুষ ও শিল্পকে ভালোবেসে গেছেন। শান্তিতে ঘুমাও বন্ধু, তোমাকে আমি কখনো ভুলব না।’
আরও পড়ুনইলিয়াস জাভেদের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারাল এক নিবেদিতপ্রাণ শিল্পীকে-যিনি ভাষা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসায় হয়ে উঠেছিলেন এ দেশেরই একজন।
মন্তব্য করুন


_medium_1768922527.jpg)

_medium_1768921436.jpg)
_medium_1768915297.jpg)


