বগুড়া সোনাতলার নদীকূলীয় কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে রবি ফসলের পরিচর্যায় ব্যস্ত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় যমুনা ও বাঙালি নদীর তীরবর্তী এলাকার কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে আলু, মরিচ, ভুট্টা, সরিষা ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ওই উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা ও বাঙালি নদী। ওই এলাকাগুলোর প্রায় ৮০ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের উপর নির্ভরশীল। প্রতি বছর বন্যা মৌসুমে কৃষকদের সীমাহীন ক্ষতি সাধন হয়ে থাকে। তার ধারাবাহিকতায় এবারও নদী এলাকার ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বন্যার সেই ধকল কাটাতে রবি মৌসুমের ফসলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে নদী এলাকার মানুষেরা।
এ বিষয়ে জন্তিয়ারপাড়া এলাকার এনামুল হক, মির্জাপুর এলাকার আজাদুল ইসলাম, পূর্ব সুজাইতপুর এলাকার সাইদুর রহমান, বেবি বেগম বলেন, প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদের। বছরের তিন মাস পানি বন্দী হয়ে থাকতে হয় তাদের।
নদীতে পানি বৃদ্ধি কিংবা অবিরাম বর্ষন হলেই নিম্নাঞ্চলের ফসল বন্যার পানিতে ডুবে ক্ষতি সাধন হয়। তাই তারা শীত মৌসুমে রবি ফসলের উপর নির্ভরশীল। বছরের বেশিরভাগ সময় আমরা রবি ফসলের উপর নির্ভরশীল। বিশেষ করে আলু, মরিচ ও সরিষা ফসল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সংশ্লিষ্ট উপজেলার একটি বিরাট অংশ যমুনা ও বাঙালি নদী এলাকায় অবস্থিত। এই এলাকার লোকজনকে প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। তাই তারা বন্যা পরবর্তী রবি ফসল পরিচর্যা ও রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য করুন








