ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৩ রাত

বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরু সদকা

বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরু সদকা। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২টি ষাড় সদকা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১ টি ষাড় ছদকা প্রদান করেন সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের মথুরাপাড়া মদিনাতুল উলুম মাহমুদিয়া হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় আরও একটি গরু সদকা প্রদান করা হয়েছে। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন শরীফ খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় গরু সদকা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত ই খোদা চাঁন প্রমুখ।

আরও পড়ুন

এ সময় কাজী রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশকে সুষ্ঠভাবে পরিচালনা করা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা একান্ত প্রয়োজন। তার সুস্থতার জন্য সারাদেশের সকল ধর্মের মানুষরা দোয়া করছেন। ইনশাআল্লাহ সকলের দোয়ায় তিনি সুস্থ হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরু সদকা

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

পাবনার চাটমোহরে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৪

এভারকেয়ার থেকে ধানমন্ডিতে মায়ের বাসায় জুবাইদা রহমান