ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪২ রাত

ফরিদপুরে নির্মাণাধীন ভবনের পাশের দ্বিতল ভবনে ধস, ২০ কোটি টাকার ক্ষতি

ফরিদপুরে নির্মাণাধীন ভবনের পাশের দ্বিতল ভবনে ধস, ২০ কোটি টাকার ক্ষতি

ফরিদপুরে নির্মাণাধীন ভবনের পাশে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এতে ওই ভবের মালিকের বিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাবার মালিক দাবি করেছেন। পাশের একটি বহুতল (১০ তলা) ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দ্বিতল ভবনটিতে আরএফএল কোম্পানির বেস্ট বাই শোরুম ছিল। তবে প্রাণে বেঁচে গেছেন সেখানে কর্মরতরা।

ক্ষতিগ্রস্ত ভবন মালিকের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থার জন্য নির্মাণাধীন ভবনমালিকদের বলা হলেও কর্ণপাত না করে নিয়মবহির্ভূতভাবে কাজ করে যাচ্ছিলেন। এ ছাড়া সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করছেন স্থানীয়রা।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র নিলটুলি স্বর্ণকার পট্টির মুজিব সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম।

দেখা গেছে, একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। নির্মাণাধীন এই ভবনের মালিক স্থানীয় সঞ্জয় কর্মকার, অজয় কর্মকার ও সেলিম নামে আরেক ব্যক্তি। পাইলিংয়ের কাজ করার সময় পার্শ্ববর্তী ভবনসংলগ্ন কোনো নিরাপত্তা-ব্যবস্থা বা প্যারাসাইলিং ব্যবস্থা ছিল না। এই অবস্থায় পাইলিংয়ের (নিচের অংশ) কাজ চালিয়ে যাচ্ছিলেন নির্মাণশ্রমিকেরা। হঠাৎ করেই ভবনটির একাংশ ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে দৌড়ে সরে পড়েন নির্মাণশ্রমিক ও শোরুমটির কর্মচারীরা।

বেস্ট বাইয়ের কর্মীরা জানান, তারা সকালে এসে ফ্লোরের টাইলসে ফাটল দেখতে পান। ফাটল ধীরে ধীরে বড় হতে থাকলে ক্যাশ কাউন্টার টেবিলটা সরিয়ে ফেলেন, এর মধ্যেই ধসে পড়ে ভবনের এক পাশ।

আরও পড়ুন

ধসে পড়া ভবন ও বেস্ট বাই ফ্রাঞ্চাইজের মালিক মনিরা খাতুনের দাবি, এ ঘটনায় তার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং তিনি এর বিচার দাবি করেন।

তিনি বলেন, বারবার নির্মাণাধীন ভবন মালিক সঞ্জয় কর্মকার, অজয় কর্মকার ও সেলিমকে সতর্ক করা হয়েছে এবং নিয়ম মেনে কাজ করতে বলেছি। কিন্তু তারা রাতের আঁধারে আমার ভবনের নিচের মাটি সরিয়ে ফেলেছে, যার কারণে আজকের এই দুর্ঘটনা। পৌরসভার নিয়ম অনুযায়ী ৩ ফুট দূরত্ব রেখে কাজ করার কথা থাকলেও নিয়মের তোয়াক্কা না করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। আজ সকালে উল্টো আমার কর্মচারীদের হুমকি-ধমকিও দেওয়া হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ভবনমালিকদের একজন সঞ্জয় সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সেটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৫ তলা থেকে উচ্চ ভবনের ডিজাইন অনুমোদন করেন গণপূর্ত অধিদফতর। সেই হিসেবে ক্ষতিগ্রস্ত অতিতর ভবনটির পাশে নির্মাণাধীন ১০ তলা ভবনটির নকশা অনুমোদন করেছে গণপূর্ত অধিদফতর। এ বিষয়ে কথা বলতে গণপূর্ত অধিদফতর ফরিদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান অফিসিয়াল মোবাইল নম্বরে ও হোয়াটসঅ্যাপ এ একাধিক বার কল করলেও তা রিসিভ হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্মাণাধীন ভবনের পাশের দ্বিতল ভবনে ধস, ২০ কোটি টাকার ক্ষতি

সেই সিংহকে আড়াই ঘণ্টার চেষ্টায় ঢোকানো হলো খাঁচায়

বগুড়ার সোনাতলায় যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

বিসিএস প্রশ্নে মুক্তিযুদ্ধকে বলা হলো ‘প্রতিরোধ যুদ্ধ’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মোনাজাত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট