সেই সিংহকে আড়াই ঘণ্টার চেষ্টায় ঢোকানো হলো খাঁচায়
রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফের খাঁচায় ঢোকাতে পেরেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করানো হয়। এর আগে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়।
জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সিংহটিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করা হয়। সিংহটিকে তারা পুরোপুরি অচেতন করতে চাননি, যে কারণে কিছুটা সময় লেগেছে। এরপর সিংহটিকে সতর্কতার সঙ্গে খাঁচায় ঢোকানো হয়।
আরও পড়ুনজাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটির নাম ডেইজি। ২০২০ সালে এ চিড়িয়াখানাতেই তার জন্ম হয়েছিল। ২০২৩ সালের শেষদিকে তার সঙ্গীর মৃত্যু হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1764942123.jpg)





