৯৯৯ এ কল দিয়ে সহায়তার দাবি
বগুড়ার সোনাতলায় যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার ঘোষ পাড়ায় প্রায় শতাধিক পরিবার বসবাস করে। তাদের একাংশ পরিবারের যাতায়াতের জন্য যে রাস্তাটি ব্যবহার করে আসছিলেন সেই রাস্তাটির পূর্ব পাশে চরপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের প্রবাসী ছেলে নিজের দাবি করে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাত থেকে দোকান ঘর নির্মাণ শুরু করে।
সকালবেলা ঘোষপাড়ার লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। এমনকি ঘটনাস্থলে রাস্তার উপর ওই পাড়ার লোকজন ও মহিলারা অবস্থান নেয়। এতে করে সাময়িক সময়ের জন্য চরপাড়া বগুড়া সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এ ব্যাপারে ঘোষপাড়া এলাকার লিটন ঘোষ বলেন, স্বাধীনতার পর থেকে আমরা ওই রাস্তা দিয়ে চলাচল করছি। হঠাৎ করে রাস্তার মুখে দোকান ঘর নির্মাণ করায় আমাদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। এ বিষয়ে চরপাড়া এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে রনি মিয়া বলেন, জমিটি তার বাবার কেনা সম্পত্তি।
আরও পড়ুনকেনা জমির উপর দিয়ে ঘোষপাড়ার লোকজন যাতায়াত করতো। এখন আমাদের প্রয়োজনে সেই জমিতে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এ ছাড়াও তিনি আরও জানান, পার্শ্ববর্তী জমির মালিকরা যাতায়াতের জন্য ২ ফুট রাস্তা দিলে আমরাও তাদের যাতায়াতের জন্য ২ ফুট রাস্তা ছেড়ে দোকান ঘর নির্মাণ করবো।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গৌতম চক্রবর্ত্তী বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন শৃঙ্খলার অবনতি যাতে করে না হয় এজন্য উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1764944464.jpg)






