ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৫ রাত

১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বগুড়ায় ‘ জ্বিনের বাদশা’গ্রেফতার

১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বগুড়ায় ‘ জ্বিনের বাদশা’গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় কথিত ‘জি¦নের বাদশা’ মহিদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মহিদুল সোনাতলা উপজেলার রানিরপাড়া এলাকার তোজাম আকন্দ’র ছেলে। ডিবি সূত্র জানায়, কিছুদিন আগে মহাস্থানে ইসলামী জলসায় প্রতারক মহিদুলের সাথে পরিচয় হয় সেনাবাহিনীর অব.ওয়ারেন্ট অফিসার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো: মোমিনুর রহমানের।

সেই সুবাদে মহিদুলের সাথে মাঝে মধ্যে মোমিনুর কথাবার্তা বলতেন।  এই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মহিদুল মোমিনুরকে ইসলামি জলসার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরদিন মহিদুলসহ প্রতারকরা মোমিনুরকে কেমিকেল মিশ্রিত খাবার খেতে দেয়। ওই খাবার খেয়ে  অস্বাভাবিক আচরন করতে থাকেন মোমিনুর।

তার আত্মীয় স্বজন তাকে ফোন করলে তিনি আজকালের মধ্যে বাড়ি আসছি বলে জানান।  কিন্তু তিনি বাড়ি আসতেন না। এভাবে ৭ দিন পার হয়ে যায়। এই ৭ দিনের বিভিন্ন সময়ে প্রতারক মহিদুল ও তার সহযোগীরা মোমিনুর রহমান ও তার স্বজনদের কাছ থেকে নগদে ও বিকাশের মাধ্যমে  ১২ লাখ টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন

পরে মোমিনুরকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় সোনাতলা থানায় মহিদুলসহ ৫ প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ডিবি’র একটি অভিযানিক দল প্রতারক চক্রের সদস্য মহিদুলকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়,  গ্রেফতারের সময় মহিদুলের কাছ থেকে  ২টি কথিত হাড়, ২টি সুরমা দানী, ৩টি লাল সালু, ১টি আতর, ২টি তাবিজ, ৩টুকরা সাদা কাপড়, ৩টি ছোট বড় তসবি, ৫টি আগর বাতি ও কালো সুতা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে, তারা বিভিন্ন সময়ে কবিরাজি চিকিৎসা প্রদানসহ অলৌকিক ক্ষমতা প্রয়োগের প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামি মহিদুলকে সোনাতলা থানায় সোপর্দ করা হয়। এরপর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বগুড়ায় ‘ জ্বিনের বাদশা’গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বগুড়ার বকুলের চলচ্চিত্র

লুট হওয়া ভারী অস্ত্র বাইরে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরের হারাগাছে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

একটি সোয়েটার এবং মা’কে নিয়ে বিপাশার কথা