আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বগুড়ার বকুলের চলচ্চিত্র
অভি মঈনুদ্দীন ঃ আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ২৪’তম ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবেই প্রদর্শিত হতে গুনী অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল অভিনীত শায়লা রহমান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পাতার চিঠি’। এতে তিনি একজন লেখকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।
এরইমধ্যে চলচ্চিত্রটির বেশকিছু প্রদর্শনী হয়েছে যাতে সিনেমাটির গল্প এবং এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই বেশ প্রশংসিত হয়েছেন যার যার চরিত্রে অভিনয়ের জন্য। সিনেমাটি প্রসঙ্গে আরজুমান্দ আরা বকুল বলেন,‘ ভালোবাসা, অনুশোচনা ও আত্মত্যাগের মিশেলে জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঝরা পাতার চিঠি। ঝরা পাতার চিঠি চিত্রনাট্যে উঠে এসেছে এমন এক মানুষের আত্ম অনুসন্ধানের গল্প, যিনি সমাজ, পরিবার ও বিবেকের টানাপড়েনে নিজের জীবনের অর্থ খুঁজে ফেরেন। ঝরা পাতার চিঠি’ মূলত মানুষ ও জীবনের সম্পর্কের গল্প। আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসা, বিবেক ও অনুশোচনার ভেতরেই মানুষ সত্যিকার অর্থে নিজেকে খুঁজে পায়। সেই খোঁজটাই আমাদের বাস্তবতার মুখোমুখি করবে। নানা প্রশ্নের মুখোমুখি করবে। নির্মাতা শায়লা রহমান বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। লেখকের স্ত্রীর চরিত্রে আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে অভিনয় করতে। আশা করছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগত অতিথিদের সঙ্গে দেখা হবে, কথা হবে। মুখোমুখি হবো আমি আর পর্দার আমি।’
এদিকে আরজুমান্দ আরা বকুল জাফর আল মামুনের নির্দেশনায় আর্ট মুভি (পরিচালকের ভাষ্যমতে) ‘চাইল্ড অব দ্য স্টেশন’- এ অভিনয় করছেন। এই মুভিতেও বকুল বাজেটের দিকে না তাকিয়ে শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই অভিনয় করছেন।
আরও পড়ুন১৯৯৭ সালে ফরিদুর রহমানের প্রযোজনায় ‘হিসাব নিকাশ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক হয় বকুলের। আর সে বছরই তিনি বিটিভির তালিকাভুক্ত অভিনয়শিল্পী হন। ১৯৯৭ সালেই শাহ আলম কিরণের নির্দেশনায় ‘আমি এক অমানুষ’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেই থেকে আজ পর্যন্ত অদম্য ভালোবাসা নিয়ে অভিনয় করে চলেছেন আরজুমান্দ আরা বকুল। শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয় সংগীতশিল্পী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। ২০০১ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী হন।
মন্তব্য করুন

_medium_1764948602.jpg)
_medium_1764941898.jpg)

_medium_1764933460.jpg)




