ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:২২ রাত

কোরআনের আইন ও নৈতিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে : মাও. শাহাদাতুজ্জামান

কোরআনের আইন ও নৈতিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে : মাও. শাহাদাতুজ্জামান

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-২ (শিবগঞ্জ)  আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে  জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে খেলাফত প্রতিষ্ঠা করা হবে।

নৈতিক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। রাষ্ট্র দুর্নীতি মুক্ত করা হবে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি উপজেলার মোকামতলায় আলাদা থানা বাস্তবায়ন করবেন বলে জানান।

তিনি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। ওই সমাবেশে সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি এমদাদুল হক।

আরও পড়ুন

সমাবেশ আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল বাছেদ, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোঃ আলমগীর হুসাইন, জামায়াত নেতা মিজানুর রহমান, আছার উদ্দিন, আলাল উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে র‌্যালী বের করে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আইন ও নৈতিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে : মাও. শাহাদাতুজ্জামান

ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

বগুড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গরু সদকা

ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

পাবনার চাটমোহরে আ’লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার