কোরআনের আইন ও নৈতিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে : মাও. শাহাদাতুজ্জামান

কোরআনের আইন ও নৈতিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে : মাও. শাহাদাতুজ্জামান

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-২ (শিবগঞ্জ)  আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে  জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে খেলাফত প্রতিষ্ঠা করা হবে।

নৈতিক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। রাষ্ট্র দুর্নীতি মুক্ত করা হবে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি উপজেলার মোকামতলায় আলাদা থানা বাস্তবায়ন করবেন বলে জানান।

তিনি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। ওই সমাবেশে সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি এমদাদুল হক।

সমাবেশ আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল বাছেদ, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোঃ আলমগীর হুসাইন, জামায়াত নেতা মিজানুর রহমান, আছার উদ্দিন, আলাল উদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে র‌্যালী বের করে বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149087