ঠাকুরগাঁওয়ের হরিপুরে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গত তিনদিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। বাজারে আলু, ফুলকপি, মুলা, পটল, ঢেঁড়শের দামে সস্তি ফিরলেও বেগুন, শিমের দাম বেশি।
গতকাল বৃহস্পতিবার কালিগঞ্জ বাজারসহ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, শিম ও বেগুন ৭০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। এছাড়াও নতুন আলু ৬০ টাকা, পুরাতন আলু ২০ টাকা, ফুলকপি ৩০ টাকা, মুলা ২০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, শসা ৩০ টাকা, পেঁপেঁ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে সবজি কিনতে আসা খালেক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে সবজি বাজারে সবজি ও পেঁয়াজের দাম উঠা-নামা করছে। এভাবে হঠাৎ করে জিনিসের দাম বেড়ে গেলে আমরা চলবো কিভাবে? হাটের খুচরা বিক্রেতা জুয়েল বলেন, এখন আমাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি। এতে লাভবান হন বড় ব্যবসায়ীরা।
আরও পড়ুনসবজির দাম আগের চেয়ে এখন অনেক কম। স্থানীয়ভাবে এলাকায় চাষাবাদ হওয়া সবজি বর্তমানে দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে। তাই হাট বাজারে সবজির জোগানের চেয়ে চাহিদা বেশি হওয়ায় দাম একটু বেশি।
মন্তব্য করুন








