ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ দুপুর

কাটপিসের ভয়ে সিনেমা করা হয়নি: দীপা খন্দকার

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

অভিনয়জগতে দুই যুগ পার করেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এখনো সমানতালে অভিনয় করে যাচ্ছেন। নাটক, সিনেমা কিংবা ওটিটি—সবখানেই সরব উপস্থিতি তার। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু তাতে সায় দেননি তিনি। 

দীপা বলেন, সেই সময় আমার জন্য যেই সিনেমাগুলো এসেছিল বা বলেছে, আসলে বয়স তখন এত কম ছিল যে সাহস করতে পারিনি। তখন সিনেমার কাটপিসের যুগ। যদি সিনেমায় কাটপিস দিয়ে দেয়, সেই ভয়েই সিনেমা করা হয়নি তখন।

অভিনেত্রী জানান, পরিবারে তিনিই প্রথম মিডিয়ায় কাজ করতে এসেছেন। তাই গাইড করার মতো কাউকে সেভাবে পাননি। 

আরও পড়ুন

বর্তমানে গল্পনির্ভর চরিত্রে অভিনয় করছেন দীপা, যেখানে মায়ের চরিত্রেও দেখা যাচ্ছে তাকে। যদিও তিনি বলেছিলেন তথাকথিত মায়ের চরিত্রে অভিনয় করবেন না। এ বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ২৮-২৯ বছর বয়সে আমি মা হয়েছি। আমি সেই সময়েই অনেক গর্বিত ছিলাম মা হওয়া নিয়ে। আমার জীবনে আমি কখনো মা হওয়া লুকাইনি, বিয়ে লুকাইনি, বাচ্চাদের লুকাইনি বরং অনেক গর্বিত ছিলাম যে আমার বাচ্চারা আছে, সব জায়গায় বাচ্চাদের নিয়ে গিয়েছি।

তিনি আরও বলেন, যেহেতু আমি একজন অভিনেতা। অনেক দিন ধরেই অভিনয় করছি, আমি তো অবশ্যই চাইব যে আমার চরিত্রের একটা গুরুত্ব থাকুক, শুধু শুধু পর্দায় নিজেকে দেখাতে চাইনি। মা বা খালা যেই চরিত্র হোক না কেন, সেটার গুরুত্ব থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটপিসের ভয়ে সিনেমা করা হয়নি: দীপা খন্দকার

প্রাথমিকের আন্দোলনরত ৪২ শিক্ষককে ভিন্ন জেলায় বদলি

শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

ক্যারিবীয় সাগরে নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৪

ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় ইউরোভিশন বয়কট স্পেনসহ ৪ দেশের