প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার
শুরুর আগেই বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার
স্পোর্টস ডেস্কঃ আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসন্ন এই আসরকে সামনে রেখে অংশ নেয়া ছয়টি দলই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
দলগুলোর স্কোয়াডের সঙ্গে কোচিং প্যানেলেও থাকছে দেশি বিদেশি নানা চমক। এবার চমক দিয়েই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে মেন্টর ও টিম ম্যানেজারের দায়িত্ব দিয়েছিল নবাগত দল চট্টগ্রাম রয়্যালস।
যদিও দলটির সঙ্গে কাজ করবেন না তিনি। এরই মধ্যে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তিনি ব্যক্তিগত কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
বাশার দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চেয়েছিল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।
যদিও বিপিএলে কাজ শুরুর আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এই সাবেক অধিনায়ক। দলটি নিলামের আগেই দুই তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি।
মন্তব্য করুন


_medium_1764858023.jpg)

_medium_1764853456.jpg)

_medium_1764849311.jpg)