ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ বিকাল

ক্রিকেট থেকে মোহিত শর্মার অবসর

ক্রিকেট থেকে মোহিত শর্মার অবসর

স্পোর্টস ডেস্কঃ  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোহিত শর্মা। তবে আগামী মৌসুমের নিলামের আগে পেশাদার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ডানহাতি এই পেসার। ইনস্টাগ্রামে এক পোস্ট নিয়ে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মোহিত নিজেই।

হারিয়ানা থেকে উঠে আসা মোহিত ২০১৩ সালে ভারতের জার্সি গায়ে জড়ান। কখনো টেস্ট খেলতে না পারলেও ২৬ ওয়ানডের এবং ৮ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অবসরের আগে ওয়ানডেতে ৩১ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২০১৫ সালে সবশেষ জাতীয় দলের হয়ে হয়ে খেলেছেন তিনি। ক্যারিয়ারে পাশে থাকার জন্য বেশ কয়েক জনকে ধন্যবাদ দিয়েছেন মোহিত।

এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে মোহিত লিখেছেন, ‘আত্মতৃপ্তি নিয়ে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি। হারিয়ানাকে প্রতিনিধিত্ব করা থেকে ভারতের জার্সি গায়ে জড়ানো এবং আইপিএল খেলা- পুরো জার্নিটা আর্শীবাদের চেয়ে কোন অংশে কম নয়। আমার পুরো ক্যারিয়ারে পাশে থাকার জন্য হারিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ। অনিরুধ স্যারের প্রতি আমার অনেক বেশি ‍কৃতজ্ঞতা- যিনি সবসময় নির্দেশনা দিয়েছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে আমার পথটা তৈরি করেছেন। এটা আসলে আমি শব্দে লিখে প্রকাশ করতে পারব না’

আরও পড়ুন

২০১৫ বিশ্বকাপের পর মহেন্দ্র সিং ধোনির অধীনে চেন্নাই সুপার কিংসের ডেথ বোলার হয়ে উঠেন মোহিত। চেন্নাইয়ের বাইরে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), দিল্লি এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। ২০২৩ সালে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। মোহিতের চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কেবল তাঁরই সতীর্থ পেসার মোহাম্মদ শামি।

২০২১ এবং ২০২১ ছাড়া ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সবগুলো মৌসুমেই আইপিএল খেলেছেন মোহিত। ১২০ ম্যাচে নিয়েছেন ১৩৪ উইকেট। এ ছাড়া ৪৪ প্রথম শ্রেণির ম্যাচে ১২৭ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। সবশেষ আইপিএলে নিজের শেষ পেশাদার ম্যাচ খেলেছেন পাঞ্জাবের বিপক্ষে দিল্লির হয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের আগুনে ২টি খড়ের পালা পুড়ে ছাই

বড়পর্দায় তৌসিফ নায়িকা তুষি

নিখোঁজের ১৩ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরে মিললো শিশুর মরদেহ

খালেদা জিয়া ঐক্যের প্রতীক

ওমানের জালে ১৩ গোল বাংলাদেশের

প্রথমবারের মতো ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি হিসাবে “IDAB Excellence in Interior Design Award 2024” প্রদান