ভিডিও শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৬ দুপুর

ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় ইউরোভিশন বয়কট স্পেনসহ ৪ দেশের

ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় ইউরোভিশন বয়কট স্পেনসহ ৪ দেশের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার পর আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস এবং স্লোভেনিয়া ২০২৬ সালের 'ইউরোভিশন সং কন্টেস্ট' বর্জনের ঘোষণা দিয়েছে। 

জানা গেছে, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছিল কয়েকটি দেশ। তারপর আগামী বছর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ইউরোভিশনের গানের প্রতিযোগিতায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

স্পেনের সম্প্রচার সংস্থা আরটিভিই জানিয়েছে, জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে তারা বিষয়টি নিয়ে গোপন ভোটের দাবি জানিয়েছিল। কিন্তু আয়োজকরা তা প্রত্যাখ্যান করেন। স্প্যানিশ সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত উৎসবের আয়োজকদের প্রতি তাদের অবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
 
আয়ারল্যান্ডের অংশ না নেওয়ার কারণ হিসেবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিই গাজায় প্রাণহানির ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের কথা উল্লেখ করেছে। স্লোভেনিয়া জানিয়েছে, গাজায় নিহত ২০ হাজার শিশুর জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে, স্পেনের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিভিই জানিয়েছে, ‘গত সেপ্টেম্বর আরটিভিই-এর বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ইসরায়েল প্রতিযোগিতায় থাকলে স্পেন ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে।

আরও পড়ুন

উল্লেখ্য, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসন সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়োলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় ইউরোভিশন বয়কট স্পেনসহ ৪ দেশের

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

জোবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে পৌঁছেছে গাড়িবহর

মুন্সীগঞ্জে মির্জা ফখরুলের কুশপুত্তলিকা পুরিয়ে বিক্ষোভ

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিললো চিরকুট

প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা