ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:০১ দুপুর

মামদানির হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

মামদানির হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন, মেয়র হলে যুদ্ধাপরাধের অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তবে মামদানির এ সতর্কতা সত্ত্বেও নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।

গাজার মানুষকে অভুক্ত রেখে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ব্যাপারে প্রশ্ন করলে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।’ মামদানির সঙ্গে কথা বলবেন কি না এমন প্রশ্নের জবাবে এ দখলদার বলেন, ‘যদি মামদানি তার চিন্তাভাবনা পরিবর্তন করেন এবং বলেন যে-ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে এটি আলোচনা করার জন্য একটি ভালো শুরু হবে।’

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত কোনো ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। মামদানি একাধিকবার বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে আছেন তিনি। নির্বাচিত মুসলিম এ মেয়র জানিয়েছিলেন, নেতানিয়াহু যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবেন।

আরও পড়ুন

তবে যুক্তরাষ্ট্র আইসিসি’র সদস্য না হওয়ায় এই আদালতের পরোয়ানায় নেতানিয়াহুকে গ্রেপ্তারের এখতিয়ার মামদানির আছে কি না এ নিয়ে প্রশ্ন আছে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সরাসরি নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিয়েছেন। ফলে চাইলেও মামদানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারবেন কি না এ নিয়ে শঙ্কা আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতিবছর নিউইয়র্কে আসেন নেতানিয়াহু। সূত্র : এএফপি  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে ১৪ জন

মামদানির হুমকি সত্ত্বেও নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

দোকানে ঢুকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইলো বন্য প্রাণী

মধুচন্দ্রিমায় সামান্থা-রাজ, বিশেষ বার্তা প্রাক্তন স্ত্রীর

৫ গোলের ম্যাচে ১ গোলেই জয় বায়ার্নের

ট্রাম্পের সঙ্গে আন্তরিক কথোপকথনের দাবি মাদুরোর