ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত

ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

অভি মঈনুদ্দীন : এই মুহুর্তে দেশের বাইরে আছেন চিত্রনায়িকা অধরা খান। আছেন সুদূর কানাডায়। সেখানে থেকেই তিনি অপেক্ষায় আছেন কানাডায় যাবার আগে শেষ করে যাওয়া সিনেমা ‘ঋতুকামিনী’র জন্য। সিনেমাটি নির্মাণ করেছেন মাতৃত্ব’খ্যাত পরিচালক জাহিদ হোসেন।

গেলো বছরই সিনেমরাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমাটিতে অধরার বিপরীতে আছেন টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা সজল। সজলের সঙ্গে এটাই অধরার প্রথম কোনো কাজ। এর আগে অধরা বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন, তারমধ্যে অন্যতম হলেন সাইমন সাদিক ও বাপ্পী চৌধুরী। তবে সেসব সিনেমায় তিনিই ছিলেন চরিত্রানুযায়ী বেশি উজ্জ্বল। ‘ঋতুকামিনী’ নিয়েও তার প্রত্যাশার ধারাবাহিকতা এমনই। সিনেমাটিতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন অধরা।

অধরা বলেন,‘ ঋতুকামিনীর গল্পটা এক কথায় অন্যরকম। এই ধরনের গল্প নিয়েয় আমাদের দেশে বলা যায় সিনেমা নির্মাণই হয়নি। জাহিদ ভাই অত্যন্ত গুনী একজন পরিচালক। তার মাতৃত্ব সিনেমাটি সম্পর্কে জানি, তবে দেখা হয়নি। এমন একজন গুনী পরিচালকের সিনেমাতে অভিনয় করে আমার নিজেরই বেশ ভালোলালেগেছে। অনেক কিছুই শিখেছি আমি তার কাছ থেকে। সবমিলিয়ে গল্প, নিমার্ণশৈলী এবং প্রত্যেক শিল্পীই চমৎকার অভিনয় করেছেন। সবমিলিয়ে ঋতুকামিনী একটি পরিপূর্ণ সিনেমা যা হলে গিয়ে দেখার জন্য আমি নিজেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালোবাসায় সমাদৃত হবে সিনেমাটি।’

আরও পড়ুন

এই সিনেমায় অধরা একজন গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি তারসঙ্গে আরো আছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খান’সহ আরো অনেকে। অধরা খান অভিনীত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘নায়ক’,‘ মাতাল’,‘ পাগলের মতো ভালোবাসি’.‘ সুলতানপুর’। এই সবগুলো সিনেমাই মুক্তি পেয়েছে। প্রতিটি সিনেমাতেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে অধরা অভিনীত ‘দখিনো দুয়ার’ সিনেমাটিও। এটি নির্মাণ করেছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বগুড়ার ধুনটে আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নীলফামারীতে ডিলারের গোডাউন থেকে সার লুট

নানা চমকে ফারিণের গান

নওগাঁর পত্নীতলায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১