ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

নানা চমকে ফারিণের গান

তাসনিয়া ফারিণ।

বিনোদন ডেস্কঃ নানা মাত্রার চরিত্রে অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে আগেই প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দার পর চলতি বছরের ঈদে ‘ইনসাফ’ ছবির মধ্যদিয়ে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় তার। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

অন্যদিকে, গত বছর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গানটি গেয়ে কণ্ঠশিল্পী হিসেবেও আলোচনায় আসেন তিনি। ক’দিন আগেই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ প্রতিষ্ঠার খবর জানান ফারিণ। নতুন খবর হলো- এবার সেই প্রতিষ্ঠান থেকেই নানা চমকে ভরপুর ফারিণের নতুন গান আগামীকাল বিকাল ৪টায় আসছে। ‘মন গলবে না’ শিরোনামের এ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। কবির বকুলের কথায় এর সুর ও সংগীত করেছেন ইমরান। শুধু তাই নয়, গানটির ভিডিওতে পারফর্ম করতেও দেখা যাবে ফারিণ-ইমরানকে। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে। গানটির প্রচারণায় ফারিণ নিজেও অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না। এ ছাড়া, তার কাছে গানটির মিউজিক ভিডিওতে তার পরা পোশাক এবং লুকগুলোও বিশেষ। কারণ ড্রেসের এই ডিজাইনগুলো পরিকল্পনার পেছনে তিনি নিজেই একজন ডিজাইনার হিসেবে কাজ করেছেন। আর এর পেছনে তার উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট ভিশন তৈরি করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা চমকে ফারিণের গান

নওগাঁর পত্নীতলায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

হবিগঞ্জে মেলায় পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরে জমজমাট শ্রমিকের হাট

নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮