ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল

বগুড়ার শেরপুরে জমজমাট শ্রমিকের হাট

বগুড়ার শেরপুরে জমজমাট শ্রমিকের হাট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে জমে উঠছে শ্রমিকের হাট। এখানে কেউ আসে শ্রম বেচতে, আর কেউ আসে শ্রম কিনতে। সারা বছরই এই হাটে শ্রম কেনা বেচা হলেও ধান কাটা মৌসুমে জমে উঠে এই শ্রমিকের হাট। এ সময় মৌসুমী শ্রমিকের আনাগোনা বেড়ে যায়, কেউ কেউ বাড়তি আয়ের আশায় এই সময়ে শ্রম বিক্রি করেন। ভোরে আলো ফুটে ওঠার আগেই শ্রমিকের হাটে শ্রম বেচা কেনা শুরু হয়।

সরেজমিনে পৌরশহরের আলীয়া মাদ্রাসা গেট করতোয়া ব্রিজের পূর্বপাড়ে শ্রমিকের হাটে গিয়ে দেখা যায় ধান কাটার সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে শত শত শ্রমিক। কেউ কোদাল, পাচনসহ বিভিন্ন কৃষি উপকরণ নিয়ে শ্রম বিক্রির আশায় রয়েছেন। অনেকেই এসে দরদাম মিটিয়ে পছন্দের শ্রমিক নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। এখন ধানকাটা শ্রমিকের চাহিদা বেশি।

এ ছাড়াও আলু রোপন, ভু’ট্রা জমিতে কাজের পাশাপাশি বিভিন্ন সবজির জমিতে কাজের জন্য শ্রমিকের চাহিদাও রয়েছে। উপজেলার খামারকান্দি ইউনিয়নের ফজল হক বলেন, নিজের সামান্য জমি রয়েছে ধান কাটা ও মাড়াই আগেই শেষ করেছি। বাড়তি আয়ের জন্য এখানে এসেছি নিজের শ্রম বিক্রি করতে। ৭ দিন আগে ৯শ’ থেকে ১ হাজার টাকায় কাজ করেছি কিন্ত এখন ৭শ’ থেকে ৮শ’ টাকা পাওয়া যায়।

এখানে যুবক ও শক্তিমান শ্রমিকের চাহিদা ও দাম বেশি। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে এই শ্রমিকের হাট। অনেকেই আবার চুক্তিতে ৩ থেকে ৪ হাজার টাকা বিঘা ধান কেটে মাড়াই করে দিচ্ছেন। একই এলাকার আতোয়ার জানান, তিনিসহ আরও কয়েকজন শুধুমাত্র ধান কাটা মৌসুমেই শ্রম বিক্রি করেন, এ মাসে তাদের ২৮ থেকে ৩০ হাজার টাকা আয় হবে।

আরও পড়ুন

৬৫ বছরের বৃদ্ধ আসমত আলী বলেন, আমাদের শ্রমের দাম একেবারেই কম, কোনদিন কাজ জোটে আবার কোন দিন জোটে না। আমি জমি নিড়ানোর কাজ করি, শক্ত কাজ করতে পারিনা। ভাদড়ার আফজাল হোসেন বলেন প্রতিবছরই ধান কাটার মৌসুম এলে আলীয়া মাদ্রাসা গেট থেকে ধানকাটার শ্রমিক নিয়ে গিয়ে ধান কাটি। এখানে এসে পছন্দমত বাছাই করে শ্রমিক নিতে পারি।

উপজেলার কৃষি অফিসার ফারজানা আক্তার, এবার এই উপজেলায় ১৭ হাজার ৩১৫ হেক্টর জমিতে উফসি জাত ও ৩ হাজার ১৭০ হেক্টর জমিতে হাইব্রীড জাতের ধানের চাষ হয়েছে। ইতিমধ্যেই বেশির ভাগ জমিতে ধান কাটা শেষ হয়েছে এবং চলছে আলু, ভুট্টা ও সরিষা রোপণের কাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে জমজমাট শ্রমিকের হাট

নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮

পুরুষেরা অর্ধেক বয়সী নারীকে বিয়ে করলে বাহবা পায় : মালাইকা

পাবনার চাটমোহরে স্বামীর পরকীয়া স্ত্রীর আত্মহত্যা

হামজাদের তিন ম্যাচ থেকে বাফুফের আয় ৪ কোটি

শীতে বাড়ে হাঁটু ব্যথা, কমাতে করণীয়