ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্কঃ  আগামী ১২ ডিসেম্বর দুবাইয়ে শুরু হতে যাচ্ছে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
 
শুক্রবার (২৮ নভেম্বর) ওপেনার আয়ুষ মহাত্রেকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিসিআই। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিহান মালহোত্রা। 
 
ব্যাটিং অর্ডারে দু’জনই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। দলে মূল উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে অভিজ্ঞান কুন্ডুকে, যার গ্লাভস ও ব্যাটিং দু’ক্ষেত্রেই ধারাবাহিক পারফরম্যান্স আছে। তার ব্যাকআপ হিসেবে সুযোগ পেয়েছেন হরবংশ সিং।
 
টুর্নামেন্টের ধকল মাথায় রেখে দু’জন উইকেটকিপার রাখা নির্বাচকদের বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
 
স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন প্রতিভা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খিলান প্যাটেল, যিনি মিডলঅর্ডারে দুর্দান্ত ব্যাটিং করতে সিদ্ধহস্ত। নমন পুষ্পক, যার ব্যাটিংয়ের পাশাপাশি পার্ট-টাইম স্পিনে বৈচিত্র্য আনবেন। 
হেনিল প্যাটেল, তার ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সের কারণে দলের নির্ভরযোগ্য নাম। এই খেলোয়াড়রা ভারতের বয়সভিত্তিক দলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে জায়গা পোক্ত করেছেন।
 
১৫ সদস্যের মূল স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই রাখা হয়েছে চারজনকে। তারা হলেন- রাহুল কুমার, হেমচুদেশন জে, বি.কে. কিশোর ও আদিত্য রাওয়াত। এছাড়া কিশন কুমার সিং ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তাকে দলে রাখা হবে।
 
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড: আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিগ্যান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটকিপার), যুবরাজ গোহিল, কানিষ্ক চৌহান, খিলান এ. প্যাটেল, নমন পুষ্পক, ডি. দীক্ষেষ, হেনিল প্যাটেল, কিশন কুমার সিং, উদ্ভব মোহন ও অ্যারন জর্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

১১০০ টন কয়লাসহ ১২ চোরাকারবারি আটক

'বিগত সরকার সাজানো ডেটা ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতো'

নেত্রকোণায় গারোদের ওয়ানগালা উৎসব

মন পরিষ্কারের জন্য বিক্রি হচ্ছে ‘হিউম্যান ওয়াশিং মেশিন’