এক ম্যাচে ১৭ লাল কার্ড!
স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আমেরিকায় ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। একটি ম্যাচে ১৭ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ঘটনাটি ঘটেছে বলিভিয়ায়। কোপা বলিভিয়ার শেষ আটে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে যেতে হলে ওরুরোকে জিততেই হতো, ওদিকে প্রথম লেগে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। তবে সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
অতিথি হিসাবে খেলতে নেমে ব্লুমিং ম্যাচ শেষে জয়ের উদযাপন করতে যাবে, কিন্তু শেষ বাঁশির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বলিভিয়ান সংবাদমাধ্যম এল পোতোসি জানায়, মারামারিতে ঘুষি ছোড়া হচ্ছিল এবং ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োসকে প্রতিপক্ষ খেলোয়াড়রা ধরে রাখলেও তিনি ছুটে গিয়ে অন্যদের ধাক্কা দেন।
তার সতীর্থ হুলিও ভিলাও একইভাবে উত্তেজিত ছিলেন এবং তার ছোড়া ঘুষিই পুরো ঘটনা অরাজকতায় পরিণত করে। ওরুরো কোচ মার্সেলো রোব্লেদোও প্রচণ্ড রেগে যান এবং বলিভিয়ান জাতীয় দলের কোচিং স্টাফের এক সদস্যকে নাকি মুখোমুখি চ্যালেঞ্জ করেন। শেষে ধাক্কা খেয়ে রোব্লেদো মাটিতে পড়ে যান। রিপোর্টে বলা হয়েছে, কাঁধে আঘাত এবং মাথায় ধাক্কা লাগায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মাঠে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রায় ২০ জন পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং সহিংসতা থামাতে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়। ব্লুমিং কোচ মাউরিসিও সোরিয়া তার খেলোয়াড়দের শান্ত করতে দ্রুত ড্রেসিং রুমে পাঠিয়ে দেন।
সরকারি ম্যাচ রিপোর্ট অনুযায়ী ব্লুমিং–এর সাতজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, আর ওরুরোর চারজন। দুই দলের কোচ এবং তাদের সহকারীরাও লাল কার্ড পেয়েছেন—মোট সংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ১৭ তে।
ব্লুমিং সেমিফাইনালে ওঠায় অন্তত ছয়জন খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা হয়েছে। গ্যাব্রিয়েল ভালভের্দে, রিশেট গোমেজ, ফ্রাঙ্কো পস্সে, রবার্তো মেলগার, সিজার রোমেরো এবং লুইস সুয়ারেজ—এই ছয়জনই মারামারির সময় সহিংস আচরণের দায়ে কার্ড দেখেছেন।
মন্তব্য করুন





_medium_1764255016.jpg)


_medium_1764254514.jpg)
