ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ  শ্রীলঙ্কার জন্য ম্যাচটা ছিল অলিখিত সেমিফাইনাল। ‘জয়’ ছাড়া ছিল না আর কোনো সমীকরণ। কঠিন হলেও সেই হিসাব চুকিয়েছে লঙ্কানরা। নাটকীয় জয় তুলে নিশ্চিত করছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ফাইনালে ওঠার পথ কঠিন করে ফেলে শ্রীলঙ্কা। এরপর দ্বিতীয় দেখায় জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ে ফেরে লড়াইয়ে। এবার পাকিস্তানকে হারিয়ে উঠে গেল ফাইনালেও।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কামিল মিশরা ও কুশল মেন্ডিস মিলে গড়েন ৬৬ রানের জুটি। ২৩ বলে ৪০ রান করে এলবিডব্লু হয়ে থামেন মেন্ডিস।

 

এরপর কুশল পেরেরা দ্রুত (৬) ফিরলেও মিশরা ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি থামেন ১৭তম ওভারে, আবরার আহমেদের বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৭৬ রান।

 

শেষদিকে জানিথ লিয়ানাগের ২৪ বলে ২৪ ও দাসুন শানাকার ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ১৮০ পেরোয় শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে আবরার নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় ২৯ রানে সাহিবজাদা ফারহানকে (৯) হারায় পাকিস্তান। একই ওভারে ডাক মেরে ফেরেন বাবর আজম। পরের ওভারে সাজঘরে ফেরেন সাইম আইয়ুবও, আউট হন ১৮ বলে ২৭ রান করে।

আর পাওয়ার প্লের শেষ ওভারে ফখর জামান আউট (১) হলে চাপে পড়ে যায় পাকিস্তান। ৪২ রানে ৪ উইকেট হারায় তারা। তবে পঞ্চম উইকেটে সালমান আগা ও উসমান খান মিলে গড়েন ৫৬ রানের জুটি।

 

উসমান ২৩ বলে ৩৩ রান করে ফিরে গেলেও আগা ৩৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তখনো শেষ ৭ ওভারে ৮২ রান লাগত পাকিস্তানের। আগা ও মোহাম্মদ নওয়াজ মিলে সেই সমীকরণ মেলানোর পথেই ছিলেন।

 

তবে ১৮তম ওভারে ১৬ বলে ২৭ রান করে নওয়াজ আউট হলে ম্যাচে ফেরার উপলক্ষ পায় শ্রীলঙ্কা। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১০ রান। আগের আট ওভারের প্রতিটিতে ১০ বা এর বেশি রান নেয়ায় সমীকরণ সহজই ছিল।

এছাড়া মাঠে ছিলেন ফিফটি করে ফেলা সালমান। তবে দিনটা ছিল শ্রীলঙ্কার, চামিরার সেই ওভারে ফাহিম আশরাফের উইকেট হারিয়ে ৩ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন সালমান।

শনিবার রাওয়ালপিন্ডিতেই ফাইনালে আবার মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

মুন্সীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ফের গোলাগুলি, নিহত ১

আজকে থেকে দুই বছর আগেও আমাদের কল্পনায় ছিল না বাংলাদেশ প্রত্যাশার জায়গায় থাকবে-সারজিস

‘বন্ধুকে’ কুপিয়ে হত্যার পর কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

দেশের পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন