ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর

দেশের পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন

সংগৃহিত,দেশের পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কল্পনা করা উৎপাদন রূপান্তরকে সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসেবে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র এবং ওষুধ শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে সফররত চীনের এক্সিম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ইয়াং ডংনিং এ কথা জানান।

ইয়াং ডংনিং বলেন, চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করলেও এখন তারা গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে ছাদের সৌর প্যানেল এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট, যা শক্তি, জৈব-সার ও প্লাস্টিকের বিকল্প উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে।

 
তিনি আরও বলেন, চীনা উদ্যোগ এবং এক্সিম ব্যাংক, যারা পূর্বে বাংলাদেশে প্রধান অবকাঠামোগত উদ্যোগগুলিতে অর্থায়ন করেছে, তারাও এই সরাসরি উৎপাদন বিনিয়োগে অর্থায়ন করতে আগ্রহী। চীনা সংস্থাগুলি বাংলাদেশের পাট শিল্পে যৌথ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ করতে চায় এবং দশ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করতে প্রস্তুত। চীনা অর্থায়নে পাটে যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে।
 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববাজারে রফতনির জন্য বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে চীনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ। তিনি ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতেও বিনিয়োগের সম্ভাবনা উল্লেখ করেন।
 
প্রধান উপদেষ্টা আরও বলেন, চীনা বিনিয়োগ সৌরশক্তি ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরকে সমর্থন করবে। তিনি দেশের তরুণ শ্রমিকদের সম্ভাব্য ব্যবহার তুলে ধরে বলেন, বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে নতুন যৌথ উদ্যোগের জন্য ব্যবহার করা যেতে পারে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে চীন

“নারীদের ভাবতে শেখা উচিত- ‘আমার শরীর, আমার সম্পদ’ 

তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের

ইউক্রেনের ভূখণ্ড দখলে রাখার দাবিতে অনড় পুতিন

প্রত্যর্পণের শুরুটা হবে সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে : প্রেস সচিব

আইবিএর পরীক্ষার মধ্য দিয়ে ঢাবির ভর্তিযুদ্ধ শুরু