বরিশালে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও একটি লাইটার ভেসেলসহ ১২ জন চোরাকারবারি আটক হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও একটি লাইটার ভেসেলসহ ১২ জন চোরাকারবারি আটক হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন বরিশাল বরিশালের কোতোয়ালি মডেল থানার চরমোনাই আনন্দঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০০ টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারি আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
জব্দকৃত কয়লা, লাইটার ভেসেল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য করুন