ভিডিও শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৫, ০৫:০৬ বিকাল

বাংলাদেশের সফর স্থগিত, শ্রীলঙ্কাকে নিয়ে নতুন টি-টোয়েন্টি সিরিজ ভারতের

বাংলাদেশের সফর স্থগিত, শ্রীলঙ্কাকে নিয়ে নতুন টি-টোয়েন্টি সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ নারী দলের নির্ধারিত ডিসেম্বরের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এই কারণে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নতুন পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ না আসায় ভারতের ফাঁকা সময়ের সূচি পূরণের জন্য শ্রীলঙ্কা নারী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২১ থেকে ৩০ ডিসেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে লঙ্কানরা।

বাংলাদেশ সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বিসিসিআই ই-মেইলের মাধ্যমে সিরিজ পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে। রাজ্জাক বলেন, “হ্যাঁ, সিরিজ স্থগিত হয়েছে। পরে নতুন সময় ঠিক করা হবে। আপাতত কোনো তারিখ নির্ধারণ হয়নি এবং দ্রুতও হওয়ার সম্ভাবনা কম।”

ডিসেম্বরে ভারত সফর দিয়েই বাংলাদেশ নারীদের নতুন FTP চক্র শুরুর কথা ছিল। একই সঙ্গে ওডিআই সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা ছিল নতুন উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ। এর আগেই ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর করা হয়েছে।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও শ্রীলঙ্কা উভয়ের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ প্রস্তুতি। শেষবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল। সর্বশেষ ওডিআই বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে তাদের মুখোমুখি দেখা গিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সফর স্থগিত, শ্রীলঙ্কাকে নিয়ে নতুন টি-টোয়েন্টি সিরিজ ভারতের

বাবার সাক্ষাৎ নেই, সুস্থ থাকারও তথ্য নেই: ইমরান খানের ছেলে

ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসী

গড় হিসাবের আড়ালে গরিব মানুষের পুষ্টি চিত্র হারিয়ে যায় : মৎস্য উপদেষ্টা

টঙ্গী জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন