ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসী
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, গ্যাস সংযোগ প্রদানসহ অন্যান্য।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ভোলাবাসী।
এ সময় আন্দোলনকারীরা বলেন, আমাদের প্রধান দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ভোলার প্রতিটা মানুষ এই দাবিকে সমর্থন করে। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। যে কারণে আমরা দাবি আদায়ের রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আশা করব সরকার আমাদের দাবি মেনে নিয়ে খুব দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।
তারা বলেন, আমরা কয়েকদিন যাবত সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করছি। আজ আমরা একটি মিছিল বের করেছি যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই।
আন্দোলনকারীদের মতে, ভোলা–বরিশাল সেতু নির্মাণ হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্প উন্নয়নে সরকারি উদ্যোগ ভোলার উন্নয়নকে এগিয়ে নেবে বলে আশা করছেন তারা।
আন্দোলন কর্মসূচিতে ঢাকায় বসবাসরত ভোলার বাসিন্দারা নানা ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1764319302.jpg)
_medium_1764318632.jpg)
_medium_1764316983.jpg)

