যেসব যন্ত্রে কখনও মাল্টিপ্লাগ ব্যবহার করবেন না
আধুনিক যুগের এই সময়ে ঘর কিংবা অফিস—সব জায়গাতেই মাল্টিপ্লাগের ব্যবহার বেড়ে গেছে। একাধিক যন্ত্র একসঙ্গে চালাতে সুবিধা হয় বলে অনেকেই এতে ফ্রিজ, ওয়াশিং মেশিন বা হিটার পর্যন্ত সংযুক্ত করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ব্যবহার মারাত্মক বিপদের কারণ হতে পারে। ভুলভাবে মাল্টিপ্লাগ ব্যবহারে আগুন লাগা, যন্ত্রপাতি নষ্ট হওয়া এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।
১. ফ্রিজ
ওয়াশিং মেশিনে মোটর ব্যবহার হয়, যা নিরবচ্ছিন্ন বিদ্যুৎচাপ চায়। মাল্টিপ্লাগে যুক্ত করলে তা বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি করে ও যন্ত্র ক্ষতিগ্রস্ত করতে পারে।
৩. ইস্ত্রি (Iron Machine)
ইস্ত্রিতে উচ্চ ওয়াটের হিটার ব্যবহৃত হয়। মাল্টিপ্লাগে লাগালে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে।
৪. মাইক্রোওয়েভ ওভেন
এটি অত্যধিক বিদ্যুৎ টানে, যা মাল্টিপ্লাগের সীমা ছাড়িয়ে যেতে পারে। সরাসরি দেয়ালের সকেটে লাগানোই নিরাপদ।
৫. হিটার বা গিজার
এই যন্ত্রগুলো প্রচুর কারেন্ট ব্যবহার করে। মাল্টিপ্লাগে ব্যবহার করলে কেবল গলতে পারে এবং শর্ট সার্কিট ঘটতে পারে।
৬. হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেইটনার
এগুলোও হাই পাওয়ার ডিভাইস। একই প্লাগে একাধিক যন্ত্র চালালে সহজেই ওভারলোড হয়ে যায়।
৭. ওভেন টোস্টার বা রাইস কুকার
এই ধরনের রান্নার যন্ত্র মাল্টিপ্লাগে লাগালে শুধু বিদ্যুৎচাপের ক্ষতি নয়, দুর্ঘটনাও ঘটতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ
বৈদ্যুতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, “মাল্টিপ্লাগ ব্যবহার করা যায়, তবে সেটি শুধু ল্যাপটপ, চার্জার, ফ্যান বা লো-পাওয়ার যন্ত্রের জন্য। উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিভাইস আলাদা সকেটে ব্যবহার করাই নিরাপদ।”
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1762605395.jpg)



