নওগাঁর রাণীনগরে বসতবাড়িতে অগ্নিকান্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীগরে দিনের বেলায় বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনে বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা থেকে রেহায় পায়নি প্রতিবেশীর বসত বাড়িও। স্থানীয়দের চেষ্টায় প্রায় এক ঘণ্টা ধরে পানি নিক্ষেপের পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী। এই আগুনে প্রায় ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক রজব আলী জানিয়েছেন।
জানা যায়, উপজেলার প্রত্যন্ত মিরাট ইউনিয়নের মিরাট মৎস্যজীবী পাড়ার রজব আলীর বাড়ির দোতলায় আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে একটি ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পায় প্রতিবেশীরা। এসময় ওই বাড়ির অন্যান্য সদস্যরা ঘরের নিচ তলায় থাকার কারণে তারা প্রথমে আগুন দেখতে পায়নি।
আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে যে যার মতো করে আগুনে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিভে গেলেও ততক্ষণে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোন প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিস ঘটনার অদূরে আসলেও আগুন নিভে গেছে এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে না গিয়ে ফিরে যায়।
বাড়ির মালিক রজব আলী জানান, আমরা দুপুরে বাড়িতে ছিলাম। তবে বাড়ির দুই তলায় বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ যে যার মতো করে আমার বাড়ির আগুন নিভানোর চেষ্টা করে। আগুন নিভে গেলেও আমার প্রায় ৭লাখ টাকার ক্ষতি হয়।
রাণীনগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, মিরাট অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা রওনা দেই। ঘটনাস্থলের কিছু আগে পৌঁছার পর আমাদেরকে জানানো হয় আগুন নিভে গেছে। এমন খবর পেয়ে আমরা ফিরে আসি। কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে এমন কোন তথ্য আমার জানা নেই।
মন্তব্য করুন








