ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২৪ রাত

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ মেলার আয়োজন করে। আমাদের প্রতিনিধিরা জানান-

আদমদীঘি (বগুড়া) : এ উপলক্ষ্যে র‌্যালি শেষে আদমদীঘি প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শনী প্রদর্শিত হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. বেনজীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

আরও বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২০টি স্টলে বিভিন্ন জাতের পশু-পাখি প্রদর্শনী হয়।

ধুনট (বগুড়া) : উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা  সভা  ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. মামুন-অর-রশিদ।

প্রাণিসম্পদ দপ্তরের মনিটরিং অফিসার মাহবুদুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ছমিদুল ইসলাম, উপজেলা প্রণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সরলা রানী, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি মাসুদ রানা, ও সফল খামারি জহুরুল ইসলাম মিলন। দিনব্যাপী ৩০টি স্টলে দেশি-বিদেশি জাতের গবাদিপশু প্রদর্শন করা হয়।

সারিয়াকান্দি (বগুড়া) : সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন-বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক গোপেন চন্দ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তমাল মাহমুদ, বাবুল ইসলাম প্রমুখ। মেলায় ২৪টি স্টলে দেশি-বিদেশি প্রজাতির গবাদিপশু প্রদর্শন করা হয়।

কাহালু (বগুড়া) : এদিনে সকালে কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ স্টাফ কোয়ার্টার মাঠে প্রধান অতিথি হিসেবে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর-নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটোরিনারি সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মোছা. শামছুন্নাহার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান প্রমুখ। প্রদর্শনীতে ৩২টি স্টল স্থাপন করা হয়।

শেরপুর (বগুড়া) : সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নিয়াজ মো. কাযমীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মইনুদ্দীন, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আলাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বেলাল হোসেন।

নন্দীগ্রাম (বগুড়া) : এ উপলক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকতা গোলাম মোস্তফা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুনার রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : এদিন সকালে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা নাসরিন পারভিনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ সাইফুল আবেদিন প্রমুখ। প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।

গাবতলী (বগুড়া) : কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, জেলা কৃত্রিম প্রজনন উপ-পরিচালক গোপেশ চন্দ্র সরকার, মডেল থানার অফিসার ওসি সেরাজুল হক, কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ইউনুস আলী, মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহম্মেদ, মাধ্যমিক কর্মকর্তা তারিকুল আলম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. আরিফুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. লিটন আহমেদ, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, খামারি শাইন সুলতানা সীমা প্রমুখ। এসময় ২৫টি স্টলে বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করা হয়।

আক্কেলপুর (জয়পুরহাট) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে র‌্যালি ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবিদা খানম বৈশাখী।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রটারি রাশেদুল আলম সবুজ, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা। দিনব্যাপী ৩০টি স্টলে গবাদি পশু প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরির খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  মাহমুদা খাতুন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি, থানার অফিসার্স ইনচার্জ নিয়ামুল হক, খামারি তৌফিক হাসান বাবু ও ডা. সেলিম জাহাঙ্গীর  সৌরভ। শেষে ৩২টি স্টল প্রদর্শন করা হয়।

ক্ষেতলাল (জয়পুরহাট) :  উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার পলাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাজ্জাদ পারভেজ। আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন শাহ, ক্ষেতলাল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ তদন্ত এসএম কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বগুড়া-৩ নির্বাচনি এলাকায় ধানের শীষের প্রার্থীর পক্ষে একাট্ট বিএনপি

নওগাঁর ধামইরহাটে রাস্তার জন্য জমি দান করলেন দুবাই প্রবাসী

বিএনপি নারী ও পুরুষের সমান অধিকারের জন্য লড়াই করে : সেলিমা রহমান

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দুর্নীতি ও ক্ষুধামুক্ত সমাজ উপহার দিবে : আবিদুর রহমান সোহেল

বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজকে তারেক রহমানের আর্থিক সহায়তা