ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর

গুগল ক্রোম ব্রাউজার ইউজারদের নতুন ঝুঁকি

গুগল ক্রোম ব্রাউজার ইউজারদের নতুন ঝুঁকি,ছবি: সংগৃহীত।

আইটি ডেস্ক: ইন্টারনেটের দুনিয়ার প্রবেশের অন্যতম পরিচিত ব্রাউজারগুলোর মধ্যে গুগলের ‘ক্রাম’ ব্রাউজার অন্যতম জনপ্রিয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন। তবে সম্প্রতি একাধিক ভয়াবহ নিরাপত্তা ত্রুটির কারণে গুগল সতর্কতা জারি করেছে: আপনি যদি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তাহলে এখনই গুগল ক্রোম আপডেট করুন। সম্প্রতি ক্রোম ব্রাউজারে একাধিক নিরাপত্তা দুর্বলতা security vulnerability ধরা পড়েছে, যা হ্যাকাররা দূর থেকে কাজে লাগিয়ে আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে। এই দুর্বলতার কারণে পুরো সিস্টেম নিয়ন্ত্রণও চলে যেতে পারে দুর্বৃত্তদের হাতে।

বিশেষজ্ঞদের মতে, গুগল ক্রোমের একটি ইঞ্জিন কম্পোনেন্টে ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। হ্যাকাররা একটি বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজ বা লিংক ব্যবহার করে ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে পারে। লিংকে ক্লিক করলেই তারা দূর থেকে ম্যালওয়্যার ইনস্টল বা কোড এক্সিকিউট করতে সক্ষম হয়।

সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন যারা—
১. ক্রোমের পুরোনো সংস্করণ ব্যবহার করছেন

২. সন্দেহজনক ওয়েবসাইটে ভিজিট করেন বা লিংকে ক্লিক করেন

৩. অচেনা এক্সটেনশন ব্যবহার করেন

৪. নিয়মিত ব্রাউজার আপডেট করেন না

কীভাবে নিরাপদ থাকবেন

আরও পড়ুন

১. গুগল নিয়মিত নিরাপত্তা আপডেট প্রকাশ করে। তাই ক্রোমের সেটিংসে গিয়ে এখনই “Update Google Chrome” অপশনটি চেক করুন।

২. অচেনা লিংকে ক্লিক করবেন না। ইমেইল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় পাওয়া অজানা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

৩. এক্সটেনশন ব্যবহারে সতর্ক থাকুন, শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে এক্সটেনশন ইনস্টল করুন। পুরনো এক্সটেনশনগুলো নিয়মিত আপডেট রাখুন।

৪. ব্রাউজারের আচরণ পর্যবেক্ষণ করুন। ব্রাউজার হঠাৎ ধীর হয়ে গেলে, অজানা পপ-আপ দেখা দিলে বা সাইটে লগইন সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যান্টিভাইরাস স্ক্যান চালান ও পাসওয়ার্ড পরিবর্তন করুন।

৫. নিরাপত্তা সচেতন থাকুন। নিয়মিতভাবে ব্রাউজারের নিরাপত্তা সেটিংস পর্যালোচনা করুন। ‘Safe Browsing’ ফিচার অন রাখুন যাতে ক্ষতিকর সাইটে ঢোকার আগেই সতর্কবার্তা পান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল ক্রোম ব্রাউজার ইউজারদের নতুন ঝুঁকি

ব্রায়ান ব্রবির গোলে শেষ মুহূর্তে পয়েন্ট খোয়ালো আর্সেনাল 

প্রাথমিকভাবে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি

সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর: আইন উপদেষ্টা

আজ ট্রাইব্যুনালে নেয়া হবে রাষ্ট্রপক্ষের ২৩ নম্বর সাক্ষীর সাক্ষ্য 

আজ প্লট জালিয়াতি মামলার অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ