গুগল অ্যাসিস্ট্যান্টের যুগ শেষ, অ্যান্ড্রয়েডে আসছে জেমিনির আধিপত্য
আইটি ডেস্ক : আমাদের দৈনন্দিন জীবনের ডিজিটাল সঙ্গী গুগল অ্যাসিস্ট্যান্ট এবার বিদায় নিতে চলেছে। তার স্থলাভিষিক্ত হচ্ছে গুগলের নতুন ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই পরিবর্তন কেবল একটি অ্যাপ বদলানো নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের যোগাযোগের এক নতুন অধ্যায়ের সূচনা। টেক জায়ান্ট গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে পুরোনো ভয়েস অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুগল সেটিংস থেকে ‘ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট’ বেছে নেওয়ার পুরনো বিকল্পটি বন্ধ করে দিচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা আর চাইলেই আগের গুগল অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারবেন না। এই পদক্ষেপের মাধ্যমে গুগল স্পষ্ট করে দিল যে, জেমিনিই হতে চলেছে তাদের একমাত্র এবং সর্বজনীন এআই সহকারী।
অবশ্য এই পরিবর্তনের জন্য গুগল বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। গুগল অ্যাসিস্ট্যান্টের প্রায় সমস্ত জনপ্রিয় ফিচার, যেমন ভয়েস কমান্ডের মাধ্যমে রিমাইন্ডার সেট করা, স্মার্ট হোম ডিভাইস (যেমন- লাইট, ফ্যান) নিয়ন্ত্রণ করা, গান চালানো কিংবা যেকোনো তথ্য খুঁজে বের করা, ইতোমধ্যে জেমিনিতে যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা পুরনো সুবিধাগুলো তো পাবেনই, বরং আরও উন্নত অভিজ্ঞতা লাভ করবেন।
গুগল এখানেই থেমে থাকছে না। জেমিনিকে আরও ব্যবহারকারী-বান্ধব এবং বুদ্ধিমান করে তুলতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। জানা গেছে, শিগগিরই যোগ হতে পারে একটি ‘প্রসেসিং অ্যানিমেশন’ (বিশেষ ভিজ্যুয়াল ইফেক্ট যা দেখাবে যে জেমিনি আপনার কমান্ড নিয়ে কাজ করছে), যা ব্যবহারকারীকে তার অনুরোধ প্রক্রিয়াকরণের অবস্থা জানাবে। দীর্ঘ কথোপকথনের ক্ষেত্রে পুরো বার্তা সহজে পড়া বা আড়াল করার জন্য ‘এক্সপান্ড’ ও ‘কলাপস’ বোতাম এবং চ্যাটের একেবারে নিচে দ্রুত চলে যাওয়ার জন্য ‘জাম্প টু বটম’ বাটনও যুক্ত করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে স্থানান্তর হওয়াটা সময়ের দাবি। কারণ, জেমিনি কেবল একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট নয়; এটি একটি বহুমাধ্যমভিত্তিক (মাল্টিমোডাল) কৃত্রিম বুদ্ধিমত্তা, যা টেক্সট, ভয়েস, ছবি ও ভিডিও সবকিছু বুঝতে ও বিশ্লেষণ করতে সক্ষম। এটি ব্যবহারকারীর প্রশ্নের প্রেক্ষাপট বুঝতে পারে এবং সেই অনুযায়ী অনেক বেশি নির্ভুল ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারে, যা আগের অ্যাসিস্ট্যান্টের পক্ষে সম্ভব ছিল না।
আরও পড়ুন
গুগলের এই পদক্ষেপটি নিছক একটি সফটওয়্যার আপডেটের চেয়ে অনেক বড় কিছু। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যাত্রাপথের একটি স্পষ্ট ইঙ্গিত। যেখানে আমরা সাধারণ কমান্ড দেওয়া থেকে বেরিয়ে এসে প্রযুক্তির সঙ্গে আরও স্বাভাবিক ও বুদ্ধিদীপ্ত সংলাপে অভ্যস্ত হব। জেমিনি গুগলের সার্চ ইঞ্জিন থেকে শুরু করে স্মার্টফোন প্রতিটি ক্ষেত্রে যেভাবে সমন্বিত হতে চলেছে, তাতে আগামী দিনে তথ্য খোঁজা এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের পদ্ধতি পুরোপুরি বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন

আইটি ডেস্ক







_medium_1762502479.jpg)

