ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল

ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই : গম্ভীর

ভারতের কোচ গৌতম গম্ভীর।

স্পোর্টস ডেস্কঃ  এক বছরের মধ্যে দ্বিতীয়বার ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হলো ভারত। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকার কাছে বিব্রতকর সিরিজ হার দেখল তারা। ২৫ বছরে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতল প্রোটিয়ারা। কলকাতায় অবিশ্বাস্য হারের পর থেকে ভারতের কোচ গৌতম গম্ভীর তোপের মুখে পড়েন। গুয়াহাটি টেস্টের পর তাকে বরখাস্তের দাবি আরো জোরালো হয়েছে। স্বাভাবিকভাবে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে।

১৮ টেস্টে গম্ভীরের অধীনে খেলেছে ভারত, হারের সংখ্যা বেশি। ১০ ম্যাচ হেরেছে তার দল। গুয়াহাটিতে ৪০৮ রানে ভারতের হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাবেক ওপেনারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার ভার বোর্ডের ওপর ছেড়ে দেন।

গম্ভীর বলেন, ‘এটা বিসিসিআই সিদ্ধান্ত নিতে হবে। আমি আগেও এটা বলেছি। ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই। আমি একই ব্যক্তি যে ইংল্যান্ডে সাফল্য পেয়েছি, চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ জিতেছি। এই দল শিখছে।’ ২-০ তে হারের দায় ভারতীয় দলের সবাইকে নিতে হবে বললেন গম্ভীর, ‘দায় সবার, কিন্তু শুরুটা হবে আমাকে দিয়ে।’

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৯ রান করে ভারতকে ২০১ রানে অলআউট করে। তারপর ২৬০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারতকে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য দেয়। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে স্বাগতিকরা বড় ব্যবধানে হার মানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই : গম্ভীর

নিম্ন আদালতের ৮২৬ বিচারককে পদোন্নতি

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ঠাকুরগাঁওয়ে ভূূমি অফিসের সরকারি গাছ কর্তনের অভিযোগে মামলা 

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ নিশ্চিতের দাবি আমিনুল হকের

বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদককারবারির কারাদন্ড, মাদকদ্রব্য ধ্বংস