নিম্ন আদালতের ৮২৬ বিচারককে পদোন্নতি
নিম্ন আদালতের তিনটি পদে দায়িত্বরত ৮২৬ জন বিচারক পদোন্নতি পেয়েছেন।
আজ বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একযোগে পৃথক আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি দিয়ে এসব বিচারককে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এক বার্তায় জানান, অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৫০ জন। এছাড়া যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ করা হয়েছে ২৯৪ জনকে এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৮২ জন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি ও বদলির পৃথক আদেশে সংশ্লিষ্ট বিচারকদেরকে আগামী ২৭ নভেম্বরের মধ্যে দপ্তর প্রধান মনোনীত ব্যক্তির কাছে দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
আর প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি ও দেশের বাইরে ছুটিতে থাকা ব্যক্তিদের ছুটি শেষে আগের কর্মস্থলে যোগদান করে দায়িত্ব হস্তান্তর করে পদোন্নতির পর বদলি করা নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে আরও বিচারককে নতুন দায়িত্ব দিয়ে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







