ঠাকুরগাঁওয়ে ভূূমি অফিসের সরকারি গাছ কর্তনের অভিযোগে মামলা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়িতে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা দায়ের করা হয়। রাজাগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোছা: অলিমা খাতুন (৩৯) বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, রাজাগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অধিনে বড়দেশ্বরী বাজার হতে চৌধুরীহাট বাজার গামী শিরশিরি পুকুরের ৫শ’ গজ উত্তরে পাকা রাস্তার জমিতে অবস্থিত ৪টি ইউক্যালিপটাস গাছ ছিল। গত শুক্রবার দুপুরে গাছগুলি মিস্ত্রি লাগিয়ে কেটে অজ্ঞাতনামা অটোযোগে চুরি করে বড়দেশ্বরী বাজারে মো: আরফান আলী স-মিলে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলেন গ্রাম পুলিশ মো: আজিনুর রহমান।
বিষয়টি সে অলিমা খাতুনকে মোবাইলে জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উক্ত স-মিলে গিয়ে ৪টি গাছের প্রায় ২৩টি খন্ড উদ্ধার করে ইউনিয়ন ভূমি অফিসে নিয়ে যান। পরে তিনি কর্তৃপক্ষের নির্দেশে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রুহিয়া থানার খড়িবাড়ি গ্রামের মো: আব্দুল মোতালেবের ছেলে মো: মাসুদ রানাকে(৫০) আসামি করা হয়।
মন্তব্য করুন








