ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন। প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই ভাতিজার হাতে আব্দুর রহিম (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত আব্দুর রহিম উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত হাজের আলীর ছেলে।

জানা যায়, আব্দুর রহিমের সাথে দীর্ঘদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে তার চাচাতো ভাই আব্দুল খালেকের। এরই জের ধরে গত সোমবার রাত ৯টার দিকে আব্দুল খালেক, তার দুই ছেলে আরিফ ও আব্দুল বারিকসহ লোকজন নিয়ে আব্দুর রহিমকে বাড়ি থেকে ডেকে বের করে এলোপাতারি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে।

এসময় আব্দুর রহিমের মা অবিজান বেওয়া (৬৮) ও তার ছেলে রাকিবুল এগিয়ে এলে তারাও প্রতিপক্ষের হামলায় আহত হন। এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় আব্দুর রহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

আত্রাই থানার ওসি মনসুর রহমান বলেন, এ ব্যাপারে নিহতের বোন মরিয়ম খাতুন বাদি হয়ে গতকাল মঙ্গলবার রাতে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আব্দুর রহিমের লাশ ময়নাতদন্তের পর গতকাল বুধবার বিকেলে নিজ গ্রামে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিবাদে যুবক খুন

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি: পররাষ্ট্র উপদেষ্টা

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

মধ্যরাত থেকে একযোগে সব প্রবাসী নিবন্ধন করতে পারবেন

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

কল্যানী প্রিয়দর্শন ও ডিভাইনের নতুন গান ‘ইউ অ্যান্ড আই’