ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৪৫ বিকাল

নওগাঁর রাণীনগরের হাটেবাজারে আমন ধানের দাম নিম্নমুখী

নওগাঁর রাণীনগরের হাটেবাজারে আমন ধানের দাম নিম্নমুখী।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের ধান উৎপাদনের জেলা নওগাঁর রাণীনগরে বিভিন্ন হাটবাজারে রোপা-আমন ধানের আমদানি বাড়ার সাথে সাথে বাজার দর নিম্নমুখী। এক সপ্তাহের ব্যবধানে মণ প্রতি প্রায় ৮০ থেকে ১শ’ টাকা পর্যন্ত দাম কমেছে ধানের।

চলতি মৌসুমের ধান পাকার কিছু আগে হঠাৎ বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় ধান গাছের ক্ষতি হয়। ফলে জমিতে ফলনও কম হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু না হলেও বাজারে প্রচুর ধান আমদানি হচ্ছে। একদিকে ফলন বিপর্যয়, অন্যদিকে ধানের দর কম হওয়ায় চাষিদের মুখে হাসি নেই। 

জানা যায়, উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমে প্রায় সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কাটা-মাড়াইয়ের শুরুতেই জাতভেদে প্রতি মণ স্বর্ণা-৫ জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১শ’ থেকে ১ হাজার ১৪০ টাকা। বিআর-৪৯ জাতের ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ২৮০ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা কম। 

উপজেলার ভবাণীপুর গ্রামের বাবুল আকতার জানান, আজ ত্রিমোহনী হাটে স্বর্ণা-৫ জাতের ৪ মণ ধান ১ হাজার ১২০টাকা প্রতি মণ দরে বিক্রি করেছেন। উপজেলার কুবিড়াতলী এলাকার খান চালকলের মালিক আব্দুর রউফ খান জানান, বর্তমান যে দরে ধান কেনা বেচা হচ্ছে এমন বাজারে চাল বিক্রি করতে গিয়ে লোকসান হবে। তারপরও শ্রমিকদের ধরে রাখতে খুদ আর গুড়ার কারণে কিছুটা সহায়ক হচ্ছে। তবে ধানের এবং চালের বাজারমূল্য স্থিতিশীল পর্যায়ে আসলে কৃষক এবং ব্যবসায়ীরা উভয় লাভবান হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরের হাটেবাজারে আমন ধানের দাম নিম্নমুখী

বিয়ের পিঁড়িতে কবে বসবেন দেব-রুক্মিণী?

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

রাঙ্গামাটিতে কাভারভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১