পাথরের দাম নিয়ে বিরোধ
সোনাহাট স্থলবন্দর দিয়ে ১৪ দিন যাবৎ পাথর আমদানী বন্ধ
ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি: উত্তরে ভারতীয় সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গত ১৪ দিন যাবৎ বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। অন্যদিকে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
ব্যবসায়ীরা জানান, ভারতের আমদানি-রপ্তানি কারক ব্যবসায়ীরা আগে প্রতিটিন পাথর ৯০০ টাকা দ্বরে বিক্রি করতো। কিন্তু হঠাৎকরে তারা টন প্রতি ২০০ টাকা বৃদ্ধি করে। ভারতে পাথরের দাম বৃদ্ধি করলেও বাংলাদেশে প্রতি টনে ২০০টাকা থেকে ২৫০টাকা পাথরের দাম কমেছে। পাথরের দাম বৃদ্ধির কারণে ১৩ নভেম্বর থেকে সোনাহাট স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক ও ব্যবসায়ী নেতা আবুল হোসেন বলেন, আমরা পাথরের দাম প্রতিটিন ৯৫০ টাকা নির্ধারণ করে দিয়েছি। এই দামে না দিলে আমদানি বন্ধ থাকবে। অতিরিক্ত দামের কারণে আমরা প্রতি টানে ২০০টাকা থেকে ৩০০টাকা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবী মেনে নিলে আগামী রবিবার থেকে বন্দরে পাথর আমদানি পুনরায় চালু হবে। সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বদরুজ্জামান বলেন, ভারতের রপ্তানি ও আমদানিকারক ব্যবসায়ীরা পাথরের দাম বাড়ার কারণে গত ১৩ নভেম্বর থেকে সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে দু'দেশের ব্যবসায়ীরা কথা বলছেন। আশা করি দুই তিন দিনের মধ্যে সমাধান হবে।
সোনাহাট স্থলবন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম বলেন, দু'দেশের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের কারণে সোনাহাট স্থলবন্দর পাথর আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
মন্তব্য করুন









