বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর থানায় আত্মসমর্পণ
স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাত করে সদর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী মো. আফতাব। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত স্ত্রী মিনা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠে ঝোপগাড়ি এলাকায় ঈদগাহে ঝগড়ার এক পর্যায়ে স্বামী আফতাব তার স্ত্রী মিনা বেগমকে পাঁজরে ছুরিকাঘাত করেন। ছুরিটি বিদ্ধ অবস্থায় পাঁজরে আটকে থাকে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে মিনা বেগমকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মিনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পাঁজর থেকে ছুরিটি অপসারণ করা হয়েছে। এদিকে ওইদিন রাত ১০টার দিকে মিনা বেগমের স্বামী খালেক থানায় এসে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর পুলিশ তাকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম জানান, গ্রেপ্তারকৃত আফতাবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তার স্ত্রী মিনা বেগম অন্য পুরুষের সাথে পরকীয়া করেন। এই নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। যে কারণে তিনি তার স্ত্রীকে ছুরি মেরে থানায় আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন









