ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:৩৫ দুপুর

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে চলতি বছরের আগস্ট মাসে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনও বাকি। অবশেষে জানা গেছে, সেটির পরিকল্পনাও সেরে রেখেছেন তারা।

পর্তুগিজ গণমাধ্যমের সূত্রমতে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে ফাঞ্চাল ক্যাথিড্রালে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করবেন রোনালদো ও জর্জিনা। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে। আর অভ্যর্থনা হবে মাদেইরার বিলাসবহুল এক হোটেলে। ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য যে আংটি কিনেছেন তাতে খরচ করেছেন বিশাল অর্থ। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলর জানিয়েছেন, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত আংটি জর্জিনাকে দেন রোনালদো।

সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’-এ দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি খুব একটা রোমান্টিক মানুষ নন। সেই সাক্ষাৎকারে রোনালদো বর্ণনা করা জর্জিনাকে প্রস্তাব করার পুরো ঘটনাও। জর্জিনার সঙ্গে রোনালদোর পথচলা নয় বছরেরও বেশি সময়। এরই মধ্যে পাঁচ সন্তানের জনক তারা। আগস্টে রোনালদোর বিয়ের প্রস্তাবে রাজি হয়ে জর্জিনা সে সময় বলেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি : থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত ৩৩

ডেঙ্গু : ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্টা

আবারও ইনজুরিতে নেইমার!