ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:০৬ দুপুর

দল গঠনে মতামত নেয়া হয়নি ক্যাপ্টেন লিটনের!

দল গঠনে মতামত নেয়া হয়নি ক্যাপ্টেন লিটনের!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের লিটন দাস জানান, এবার আয়ারল্যান্ডের বিপক্ষে যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দল গঠন করা হয়েছে, তাতে তার কোন মতামত নেয়া হয়নি। নির্বাচকরা তার সাথে টি-টোয়েন্টি সিরিজে দল সাজানো নিয়ে কোন কথা বলেননি। তাই তিনি জানেন না কেন শামীম পাটোয়ারী দলে নেই।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিটন দাস আরও জানান, তাকে জানানো হয়েছে এখন থেকে দল গঠনে তার কোন মতামত থাকবে না। তার সাথে কথা বলে তার মতামত না নিয়েই এবার দল সাজানো হয়েছে। লিটন বলেন, ‘শামীম পাটোয়ারীর বাদ পড়াটা দুঃখজনক। শামীম পাটোয়ারী টি-টোয়েন্টি দলে থাকার মত পারফরমার। দেখেন থাকলে অবশ্যই ভালো হতো। দিস ইজ নট মাই কল। টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোন কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে। উইদাউট অ্যানি নোটিশ।’

‘আই থিঙ্ক, আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ার ইন হবে আর কোন প্লেয়ার আউট হবে। বাট আই হোপ যে, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়াররই বেস্ট প্লেয়ার, যার জন্যই ন্যাশনাল টিমে আসে। যারা যে ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারা ভালো করবে। বাট আমি শামীমের বাদ হওয়ার পিছনে কোন রিজন দেখি না। আর আমি কখনো এটার নোটিশও পাই নাই যে, কেন সে বাদ হয়েছে। বাট ও টিমে থাকলে ভালো হতো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল গঠনে মতামত নেয়া হয়নি ক্যাপ্টেন লিটনের!

বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

ফিফার ছাড় : বিশ্বকাপে খেলতে বাধা নেই রোনালদোর

বিধ্বস্ত গাজায় শীতের সঙ্গে বৃষ্টিতে বিপর্যস্ত ফিলিস্তিনিরা

ভারতকে হোয়াইটওয়াশ করে লজ্জায় ডুবাল দক্ষিণ আফ্রিকা

৪৯তম বিসিএসের তিন প্রার্থীর মনোনয়ন স্থগিত